৩৪ সন্তান নিয়ে পল-জিনের পরিবার
নিউজ ডেস্ক ● নান্দাইল নিউজ
দুই সন্তান নিয়ে ছোট পরিবারে হিমশিম খান অনেক বাবা-মা। কিন্তু পল আর জিন ব্রিগস দম্পতি তাদের ৩৪ সন্তান নিয়ে খুবই সুখী। শুধু তাই নয়, আরো সন্তান নেয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের
ওয়েস্ট ভার্জিনিয়ার এই দম্পতি।
অবশ্য ৩৪ জন সন্তানের মধ্যে ২৯ জনকইে দত্তক নিয়েছেন পল-জিন দম্পতি। আর বাকি পাঁচ জন তাদের নিজেদের সন্তান।
১৯৮৫ সালে দু বছর বয়সী এক শিশুর ছবি দেখে থমকে দাঁড়ান জিন। অন্ধ শিশুটি তখন মেক্সিকোর এক অনাথ আশ্রমে। বেদম মারা হয়েছিল তাকে। তখনই সিদ্ধান্ত নিলে
নিলেন স্বামী-স্ত্রী, এই শিশুকে তারা দত্তক নেবেন। সেই শিশু আব্রাহাম এখন ৩১ বছরের যুবক। আর গত ২৯ বছর ধরে জিন
আর পলের সংসারে যুক্ত হয়েছে আরও অনেক নতুন মুখ।
এই দম্পতি ছেলে-মেয়েদের জন্য বাড়িতেই চালু করেছেন স্কুল পৃথিবীর নানা প্রান্ত থেকে
শিশুদের দত্তক নিয়েছেন তারা। রাশিয়া, ইউক্রেন, ঘানা, বুলগেরিয়ার শিশুরা এক
সঙ্গে এক ছাদের নিচে বেড়ে উঠছে।
৩৪ জন ছেলে-মেয়েকে একটা নিয়ম-শৃঙ্খলার মধ্যেই রেখেছেন তারা। মোট নয়টি বেডরুম তাদের বাড়িতে। কোন কোন বেডরুম আদতে
একেকটি ডরমিটরির মতো, সারি সারি শয্যা পাতা। পুরো বাড়ির আয়তন পাঁচ হাজার বর্গফুট।
তাদের প্রতি সপ্তাহের বাজার খরচই হাজার ডলারের উপরে।
এতো ছেলে মেয়েকে স্কুলে আনা-নেয়ার ঝামেলায় যাননি পল-জিন দম্পতি। বাড়ির মধ্যেই বসিয়েছেন স্কুল। সেখানে নিজেরাই তাদের
পড়ান। ঘরের স্কুলে পড়েই তাদের অনেক ছেলে-মেয়ে বিশ্ববিদ্যালয়ের দরজা
টপকেছে।
অনেকে ভাবতে পারেন, এত কিছুর পর হয়তো এই
দম্পতির হাঁপিয়ে ওঠার কথা। কিন্তু মোটেই তা নয়,
তারা এখন উজবেকিস্তান থেকে দত্তক নেয়া আরো দুই শিশুকে অভ্যর্থনা
জানানোর প্রস্তুতি নিচ্ছেন। খবর: বিবিসি থেকে নেওয়া
।