WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

Monday, December 22, 2014

৩৪ সন্তান নিয়ে পল-জিনের পরিবার

নিউজ ডেস্ক নান্দাইল নিউজ
দুই সন্তান নিয়ে ছোট পরিবারে হিমশিম খান অনেক বাবা-মাকিন্তু পল আর জিন ব্রিগস দম্পতি তাদের ৩৪ সন্তান নিয়ে খুবই সুখীশুধু তাই নয়, আরো সন্তান নেয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার এই দম্পতি

অবশ্য ৩৪ জন সন্তানের মধ্যে ২৯ জনকইে দত্তক নিয়েছেন পল-জিন দম্পতিআর বাকি পাঁচ জন তাদের নিজেদের সন্তান
১৯৮৫ সালে দু বছর বয়সী এক শিশুর ছবি দেখে থমকে দাঁড়ান জিনঅন্ধ শিশুটি তখন মেক্সিকোর এক অনাথ আশ্রমেবেদম মারা হয়েছিল তাকেতখনই সিদ্ধান্ত নিলে নিলেন স্বামী-স্ত্রী, এই শিশুকে তারা দত্তক নেবেনসেই শিশু আব্রাহাম এখন ৩১ বছরের যুবকআর গত ২৯ বছর ধরে জিন আর পলের সংসারে যুক্ত হয়েছে আরও অনেক নতুন মুখ

এই দম্পতি ছেলে-মেয়েদের জন্য বাড়িতেই চালু করেছেন স্কুল পৃথিবীর নানা প্রান্ত থেকে শিশুদের দত্তক নিয়েছেন তারারাশিয়া, ইউক্রেন, ঘানা, বুলগেরিয়ার  শিশুরা এক সঙ্গে এক ছাদের নিচে বেড়ে উঠছে

৩৪ জন ছেলে-মেয়েকে একটা নিয়ম-শৃঙ্খলার মধ্যেই রেখেছেন তারামোট নয়টি বেডরুম তাদের বাড়িতেকোন কোন বেডরুম আদতে একেকটি ডরমিটরির মতো, সারি সারি শয্যা পাতাপুরো বাড়ির আয়তন পাঁচ হাজার বর্গফুট
তাদের প্রতি সপ্তাহের বাজার খরচই হাজার ডলারের উপরে

এতো ছেলে মেয়েকে স্কুলে আনা-নেয়ার ঝামেলায় যাননি পল-জিন দম্পতিবাড়ির মধ্যেই বসিয়েছেন স্কুলসেখানে নিজেরাই তাদের পড়ানঘরের স্কুলে পড়েই তাদের অনেক ছেলে-মেয়ে বিশ্ববিদ্যালয়ের দরজা টপকেছে

অনেকে ভাবতে পারেন, এত কিছুর পর হয়তো এই দম্পতির হাঁপিয়ে ওঠার কথাকিন্তু মোটেই তা নয়, তারা এখন উজবেকিস্তান থেকে দত্তক নেয়া আরো দুই শিশুকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিচ্ছেনখবর: বিবিসি থেকে নেওয়া

Thursday, January 30, 2014


ফেসবুক প্রেমের জোয়ারে ভেসে গেল সীমানা ও বয়স

নান্দাইল নিউজ ডেস্ক:
ফেসবুকে প্রেমের এক দৃষ্টান্ত স্থাপন করলেন আমেরিকার এক নারী ও ভারতের এক পুরুষঅনন্য প্রেমের এ কীর্তিতে সব কিছু ভেঙে চুরমারদেশের সীমানা, বয়স, দূরত্ব, সামাজিক অবস্থান সব কিছু মুছে ফেলে প্রেমের নতুন এক সংজ্ঞা লিখলেন ৪১ বছরের মার্কিন মহিলা আদ্রিয়ানা পেরালযাতে হার মানল পৃথিবীতে নির্মিত সকল প্রেমের সিনেমার সব চিত্রনাট্য

ফেসবুক সূত্রে পরিচয়, তারপর প্রেমে পরিণত হওয়া সম্পর্কের খাতিরে আমেরিকার শহুরে হাইপ্রোফাইল জীবন ছেড়ে এক সন্তানের মা পেরাল নতুন সংসার পাততে চলে আসেন হরিয়ানার এক ছোট্ট গ্রামেকমাসে আগেও নাইটক্লাব, পার্টিতে ডুবে থাকা পেরাল এখন হরিয়ানার গ্রামে চাষবাস, গরু পালনে ব্যস্ত ফেসবুক প্রেমের জোয়ারে ভেসে গেল সীমানা ও বয়স

জানাগেছে, আমেরিকার উচ্চশিক্ষিত ৪১ বছর বয়স্ক ১ সন্তানের জননী আদ্রিয়ানা পেরালবাকি পাঁচজন হাইপ্রোফাইল গৃহস্থ মার্কিন মহিলার মতই তাঁর জীবন বেশ কাটছিলঅফিসে রিসেপসনিস্টের কাজ, তারপর সন্ধ্যায় জিম, রাতে নাইটক্লাবে দেদার নাচ

ফেসবুকে খুব সময় না কাটালেও মাঝে মাঝে বসার সুযোগ মিলত তাঁরআর মার্ক জুকারবার্গ এই অসাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যম তাকে পরিচয় করিয়ে দেয় ভারতের হরিয়ানার ২৫ বছরের মুকেশ কুমারের সঙ্গেমুকেশের সঙ্গে কথা বলতে বেশ লাগত পেরালেরমুকেশের সঙ্গে মিশেই জীবনের মানে খুঁজে পেতে শুরু করেন পেরালমুকেশের কথা পেরাল জানান তাঁর মেয়ে ও বন্ধু বান্ধবদের

তবে ব্যাপারটা সহজভাবে নেয়নি পেরালের আত্মীয়-বন্ধুরাতাঁরা তোকে বোঝাতে থাকেন, ফেসবুকে অনেক ভুয়ো অ্যাকাউন্ট থাকেওই নামের আসলে কেউ নেই, তোমায় কেউ ঠোকাচ্ছে' জেদ চেপে বসে পেরালেরমুকেশের কাছ থেকে ঠিকানা চেয়ে মেয়েকে সঙ্গে নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে প্লেনে চড়ে দিল্লিদিল্লি এয়ারপোর্টে তখন পেরালের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে মুকেশযা দেখে চোখে জল চলে এল পেরালেরব্যাপারটা পুরো ফিল্মি মনে হলেও একদম সত্যি

এদিকে শুধু পেরালেরই না তাঁর মেয়েরও দারুণ পছন্দ হয়ে যায় মায়ের প্রেমিক মুকেশকেএরপর আর কী.. সাত পাকে বাধাতার সংসার জীবন.. ক্যালিফোর্নিয়ার সেই পাঁচতারা জীবন ছেড়ে হরিয়ানায় একতারা জীবনে পাড়ি

মার্কিন মুলুকের ব্যয়বহুল নাইটক্লাবে দেদার নাচা পেরোল এখন নিজে হাতে রুটি করেন, লাঙল দেন, মুকেশকে চাষের কাজে সাহায্য করেনশ্বাশুরির কাছে রামায়ণ-মহাভারতের গল্পও শোনেনদুজনে ঠিক করেছেন কমাসের মধ্যে নতুন সন্তানের জন্ম দেবেনতারপর উড়ে যাবেন আমেরিকায়

Sunday, December 1, 2013

কুকুরের জন্য পেনশন!

নিউজ ডেস্ক নান্দাইল নিউজ
উন্নয়নশীল দেশে যেখানে চাকুরী করেও পেনশন জোটে নাসেখানে ব্রিটেনে নটিংহামশায়ারে কুকুরের জন্য পেনশন ঘোষণা করেছে সেখানকার পুলিশ কমিশনার

পুলিশের উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত যেসব কুকুর অপরাধী ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদের কর্মজীবন শেষে মানুষের মত পেনশন দিয়ে সম্মান জানানো হবেপুলিশ বাহিনীতে দক্ষতার জন্য পুলিশকে নানা পুরস্কার ও সুযোগ সুবিধা দেওয়া হলেও কুকুরদের কিছু দেওয়া হয় নাএই উপলব্ধি কমিশনার পেডি ট্যাপিং এর সেজন্য তিনি এই ঘোষণা দেনপুলিশের কুকুর অবসর নেয়ার পর চিকিসা ব্যয়ে খরচ হবে পেনশনের অর্থ থেকেপ্রতি বছর চিকিসার জন্য ৫০০ পাউন্ড পাবে প্রতিটি কুকুরপ্রথম তিন বছর এই অর্থ টানা দেয়া হবেকুকুরের পেনশন স্কিম ডিসেম্বর ২০১৩ থেকে চালু হবে

আলোচিত কুকুর রোসিও এই অর্থ পাবেকুকুর রোসি তার তদারকি অফিসার ম্যাট রোজার্সের জীবন বাঁচিয়েছিলওপ্যাডি টিপিং বলেন, পুলিশের কুকুর গুলো কর্মজীবন শেষে তাদের তদারককারী অফিসারদের বাসায় চলে যেতে হয়সেখানে তাদের ভরণপোষণ চলেএটি তাদের জন্য ব্যয়বহুলতাই পেনশন দিলে ভরণপোষণ কারীর ওপর তেমন চাপ পড়ে না


Tuesday, June 18, 2013


হয়ে গেলো আন্তর্জাতিক স্তন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক নান্দাইল নিউজ
চীনের আনহুই প্রদেশে তৃতীয় বার্ষিক স্তন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হলো গত ১৫ জুনএই প্রতিযোগীতার উদ্দেশ্য হলো স্তনের আকারের উপর ভিত্তি করে আকর্ষনীয় মডেল খুঁজে বের করা

বিজ্ঞাপন শিল্পে একটি স্তন মডেল অত্যন্ত লাভজনক হতে পারেঅন্তর্বাস বা প্রসাধনের বিজ্ঞাপনে একজন মডেল মাসে (৫,২০০পাউন্ড) ৫০,০০০ ইউয়ান রোজগার করতে পারেএই অংকটা নতুন স্তন মডেল মডেলদের ক্ষেত্রেকিন্তু একজন প্রতিষ্ঠিত স্তন মডেল বছরে ৫ মিলিয়ন ইউয়ান (৫২০,০০০ পাউন্ড)পরিমাণে উপার্জন করতে পারেন

এই আর্থিক আকর্ষণেই মেয়েরা এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে, তাছাড়া, নিজেদেরকে পরিচিত করে তুলতেও তারা স্তন মডেলিং শিল্পে আসেন

বিকিনি শোভিত চীনা মডেলদের র‌্যাম্প ওয়াক ছিল নজরকাড়াসুত্র: জিনহুয়া, ওয়ে চায়না

Sunday, June 16, 2013


১১ বছর বয়সের কিশোর সন্তানের বাবা !

নান্দাইল নিউজ ডেক্স :
১১ বছর বয়সেই বাবা হয়েছেন নিউজিল্যান্ডের এক কিশোরতার সন্তানের মা ৩৬ বছর বয়সী এক নারী অকল্যান্ডের নর্থ আইল্যান্ড এলাকায় এই ঘটনা ঘটেছেতবে গণমাধ্যমে তাদের নাম প্রকাশ করা হয়নিওই নারী কিশোরটির বন্ধুর মা বলে নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে জানা গেছে

এদিকে, ওই নারীর বিরুদ্ধে কেন ধর্ষণের অভিযোগ আনা হবে নাএ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে দেশটিতে উপযুক্ত প্রমাণের অভাবে ওই নারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যাবে না বলে জানিয়েছেন দেশটির মানবাধিকার কর্মীরা

তবে, মানবাধিকার কর্মীরা এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন
যদিও দেশটির আইনে শুধু পুরুষদের বিরুদ্ধেই ধর্ষণ মামলা করা যায়এ অপরাধের সর্বোচ্চ শাস্তি হলো ২০ বছরের কারাদণ্ড

এদিকে, বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী জুডিথ কলিনস
তিনি নিউজিরল্যান্ড হেরাল্ড পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে এসেছেএ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রয়োজন না হলেও কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানান তিনি

এদিকে, ওই কিশোরের স্কুলের অধ্যক্ষ নিউজিল্যান্ড হেরাল্ডকে জানান, ঘটনাটি শোনার পর তিনি বড় ধরনের ধাক্কা খেয়েছেন

তিনি বলেন, “গতবছর ওই কিশোর তাকে বিষয়টি জানায়তখনই তিনি ওই কিশোরকে এটা বন্ধ করতে বলেনএই ঘটনা প্রমাণিত হলে ওই নারীকে অবশ্যই শাস্তি পেতে হবে বলে জানিয়েছে দেশটির একটি পুরুষ নির্যাতন প্রতিরোধ সংগঠন

নিউজিল্যান্ডের আইনে শুধু পুরুষদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা গেলেও কোনো নারী যদি কোনো পুরুষকে যৌন নিপীড়ন করে তাহলে তার সর্বোচ্চ ১৪ বছরের জেল হতে পারে

এদিকে, দেশটির জনকল্যাণ কর্তৃপক্ষ শিশুটিকে দুইমাস আগে তাদের হেফাজতে নিয়ে এসেছেতারা আদালতে যাওয়ার আগেই বিষয়টি নিয়ে কাজ করছিল বলে জানিয়েছেতবে, এ ব্যাপারে তারা বিস্তারিত জানাননিপুলিশ এ ব্যাপারে মুখ খোলেনি। (সূত্র: এএফপি)

Monday, March 18, 2013


পাঁচ ভাইয়ের এক স্ত্রী !
নান্দাইল নিউজ ডেক্স :
রাজো ভার্মার বয়স ২১তার পাঁচ স্বামীযারা আপন পাঁচ ভাইনিয়ম করেই একেক স্বামীর সঙ্গে একেক রাত কাটে রাজোররাজোর এক ছেলেতবে সে জানেই না, পাঁচ ভাইয়ের মধ্যে কে এই সন্তানের পিতাপ্রথম দিকে একটু ঝামেলা মনে হতো, কিন্তু এখন কড়া রুটিন করে নিয়েছিরাত কাটানোর ব্যাপারে কেউ কারো চেয়ে বেশি সুবিধা পায় না, বলেন রাজো

স্বামীদের একজন গুড্ডুর বয়স ২১এর সঙ্গেই রাজোর প্রথম বিয়ে হয়তবে গাঁয়ের রীতি মেনে একে একে বর হিসেবে তাকে মেনে নিতে হয় বাকি চার ভাইকেওএরা হলেন বাজ্জু ৩২, শান্তরাম ২৮, গোপাল ২৬ ও দীনেশ ১৮গুড্ডু বললেন, আমরা পাঁচ ভাইই রাজোর সঙ্গে রাত কাটাইএনিয়ে আমার কোনোই কষ্ট নেইসবচেয়ে বড় ভাই বাজ্জু বলেন, অন্য ভাইদের মতো আমারও স্ত্রী রাজোএবং আমরা একসঙ্গেই রাত কাটাই

উত্তর ভারতের দেরাদুনে রাজোদের সংসারদিনভর সে বাড়িতে রান্না-বান্না, ঘরকন্নার কাজ করেদেখাশোনা করে ছেলে জয়েরআর স্বামীরা বাইরে কাজে যায়

রাজো জানালেন, এটি তাদের গাঁয়ের প্রাচীন রীতিতার মায়েরও ছিলো তিন স্বামীযারা আপন ভাইবললেন, “বিয়ের সময়ই জানতে পারি বরেরা পাঁচ ভাইপাঁচভাইকেই বর হিসেবে গ্রহণ করতে তখন থেকেই প্রস্তুত ছিলাম

মহাভারতে পঞ্চ পা-বের স্ত্রী দ্রৌপদীর কাহিনীর সঙ্গে সম্পূর্ণ মিলে যায় রাজো ভার্মার এই জীবন