WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

Sunday, February 17, 2013


বিগ ইজ বিউটিফুল !
নান্দাইল নিউজ ডেক্স :
পাত্রীর দাবি একটাই, ‘আমার বর যেন আমায় কোলে তুলে নিয়ে আদর করে নিজের এই শর্তের কথা জানিয়ে নিজেই প্রায় অট্টহাস্য করে উঠলেন হেভিওয়েট পাত্রী সারান আলেকজান্ডার

পাত্র-পাত্রীর বিজ্ঞাপনের ভাষায়: পাত্রী ৬ ফুটওজন ২০৫ কিলোনামী-দামী ক্রীড়াবিদদেশে-বিদেশে ঘোরেননাম উঠেছে গিনেস বুকেওডিভোর্সি, তিন সন্তানের জননীসন্ধান করছেন মনের মতো পাত্রপাত্রের ওজন ১৫০ কেজি বা তার কম হলেও চলবেকিন্তু উচ্চতা সাড়ে ৬ ফুটের কম হলে চলবে না

নিজের বিয়ের বিজ্ঞাপনের খসড়া নিজেই বানিয়ে হো হো করে হেসে উঠলেন সারান আলেকজান্ডারসেই হাসিতে এক দরাজ দিল মহিলার জীবন সংগ্রাম যেমন লুকিয়ে রয়েছে, তেমনই রয়েছে চাপা দুঃখতবে তাঁর জীবন দর্শনই হল, ‘নো রিগ্রেটওনলি হ্যাপিনেস তাই প্রায় পঞ্চাশে পৌঁছেও নতুন করে ঘর বাঁধতে চান বিশ্বের সবচেয়ে ভারি মহিলা ক্রীড়াবিদ, মহিলা সুমোর বিশ্ব চ্যাম্পিয়ন

সম্প্রতি ইংল্যান্ড থেকে ২০তম অসম শিল্প ও বাণিজ্যমেলার বিশেষ আকর্ষণ হিসেবে এই মহিলা সুমো কুস্তিগীর প্রথম বারের মত ভারতে পা রাখলেনতার সঙ্গী ছিলেন আমান্ডা উইলকক্স

অন্য কোনও খেলায় না গিয়ে সোজা জাপানিদের মৌরসীপাট্টায় এলেন কেন? সারান আলেকজান্ডারকে একথা জিজ্ঞেস করলে তার সোজা উত্তর, ‘আসলে আমার সব ঢেকে যায় ওজনেইউচ্চতা ৬ ফুট আর ওজন গড়ে দুশোর আশপাশে থাকেআপনিই বলুন, আর কোন খেলায় এই ওজন নিয়ে নাম করতে পারতাম?’

ব্যবসায়ী স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরে তিন সন্তানকে মানুষ করার জন্য সুমো কুস্তির অবলম্বনটাকেই খড়কুটোর মতো আঁকড়ে ধরেন ২০০৫ সাল থেকেপরের বছরেই ২৫ জন কুস্তিগীরকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নতাল মিলিয়ে বাড়াতে থাকেন ওজনতার সৌজন্যেই গত বছর ২০৫ কেজি ওজন-সহ বিশ্বের সবচেয়ে ভারি মহিলা ক্রীড়াবিদের গিনেস রেকর্ড

কিন্তু ওজন মানেই ডায়াবেটিস আর হৃদরোগের ষোলো আনা সম্ভাবনাতাই প্রশিক্ষকের নির্দেশ মেনে ব্যয়াম বাড়াইখাওয়া কমাইঅনেকটাই রোগা হয়েছি এক বছরেএখন মাত্র ১৮০ কিলো!সারান খেতে ভালবাসেন ভেড়া, স্যালাড, কলাবেশি খান রাতেগোটা দিনের খোরাকি মোটামুটি ৫ হাজার ক্যালোরিকুস্তির পাশাপাশি তাঁর পেশা, শুনতে অবাক লাগলেও, বাচ্চা সামলানোবলাই বাহুল্য, তাঁর চেহারা দেখে বাচ্চারা ভয়েই কাত, দুষ্টুমি করার প্রশ্নই নেইতাঁর নিজের ছোট ছেলেও ইতিমধ্যে এস্তোনিয়ায় ছোটদের সুমোয় অংশ নিয়েছে

ভারতে প্রথমবার পা দিয়ে, বিমানবন্দর থেকে গুয়াহাটি অবধি রাস্তার দুই পাশে তাঁর দৈত্যাকার হোর্ডিং দেখে দিলখুশ হয়ে গিয়েছেসারান মজা করে বলেন, ‘কাজিরাঙা যাওয়ার সুযোগ পেলে ভাল হতহয়ত উদ্যোক্তারা ভয় পাবেন আমায় নিয়ে যেতেআমি কিন্তু, হাতিতে চেপেছি আগেউটের পিঠেও উঠেছিহাতি-উট দুটিই কিন্তু এখনও সুস্থ

মণিরাম দেওয়ান ট্রেড সেন্টারে প্রথম দিনের লড়াই শেষে দর্শকদের মনোরঞ্জন করা বিরাট কালো শরীরটা এ বার বিশ্রাম চায়শেষবেলায় হাত নেড়ে বলে গেলেন, “পাত্র দেখতে থাকুনএই দেশে হলেও চলবেমনে রাখবেন, আমি বৃহদাকার হতে পারি, কদাকার নইবিগ ইজ বিউটিফুল
(সূত্র - সময় বিডি.কম)