WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

Sunday, December 1, 2013

কুকুরের জন্য পেনশন!

নিউজ ডেস্ক নান্দাইল নিউজ
উন্নয়নশীল দেশে যেখানে চাকুরী করেও পেনশন জোটে নাসেখানে ব্রিটেনে নটিংহামশায়ারে কুকুরের জন্য পেনশন ঘোষণা করেছে সেখানকার পুলিশ কমিশনার

পুলিশের উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত যেসব কুকুর অপরাধী ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদের কর্মজীবন শেষে মানুষের মত পেনশন দিয়ে সম্মান জানানো হবেপুলিশ বাহিনীতে দক্ষতার জন্য পুলিশকে নানা পুরস্কার ও সুযোগ সুবিধা দেওয়া হলেও কুকুরদের কিছু দেওয়া হয় নাএই উপলব্ধি কমিশনার পেডি ট্যাপিং এর সেজন্য তিনি এই ঘোষণা দেনপুলিশের কুকুর অবসর নেয়ার পর চিকিসা ব্যয়ে খরচ হবে পেনশনের অর্থ থেকেপ্রতি বছর চিকিসার জন্য ৫০০ পাউন্ড পাবে প্রতিটি কুকুরপ্রথম তিন বছর এই অর্থ টানা দেয়া হবেকুকুরের পেনশন স্কিম ডিসেম্বর ২০১৩ থেকে চালু হবে

আলোচিত কুকুর রোসিও এই অর্থ পাবেকুকুর রোসি তার তদারকি অফিসার ম্যাট রোজার্সের জীবন বাঁচিয়েছিলওপ্যাডি টিপিং বলেন, পুলিশের কুকুর গুলো কর্মজীবন শেষে তাদের তদারককারী অফিসারদের বাসায় চলে যেতে হয়সেখানে তাদের ভরণপোষণ চলেএটি তাদের জন্য ব্যয়বহুলতাই পেনশন দিলে ভরণপোষণ কারীর ওপর তেমন চাপ পড়ে না